বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেটসহ বিভিন্ন স্থানে গ্যাস কূপে খনন কাজ স্থগিত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীতে বারবার ভূমিকম্পের কারণে ভূস্তরীয় প্লেট অস্থিতিশীল হয়ে পড়ায় সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস কূপ খনন কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পেট্রোবাংলা।

সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন পরিচালিত প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য স্থগিত রাখতে হবে।

 

বাপেক্স জানিয়েছে, মাত্র দুই দিনে চারবার ভূমিকম্প প্রমাণ করে যে নরসিংদী জেলার নিচের ভূস্তরীয় প্লেটটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এ সময় সামান্য কম্পনও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এই ঝুঁকির কথা বিবেচনা করে নরসিংদী জেলায় সব ধরনের খনন কাজ ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দেয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন