বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেটে আইফোনের জন্য প্রাণ গেলো যুবকের

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটের বিয়ানীবাজারে একটি আইফোন ছিনতাইয়ের জের ধরে ইমন আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন।

বুধবার (১০ই ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেশ্বর গ্রামের একটি মৎস্য আড়তের পাড় থেকে তার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের নিজ গ্রামের আব্দুল করিম মনাইর ছেলে আশরাফুলকে (২৩) আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ইমন আহমদ একটি আইফোন ব্যবহার করতেন। ওই ফোনটির প্রতি দুর্বলতা ছিল প্রতিবেশী যুবক আশরাফুলের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোনটি ছিনতাইকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন