বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেটে জল্লা দিঘী পুনরুদ্ধারে কাজ শুরু প্রশাসনের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২২শে অক্টোবর ২০২৫ ০৫:১৭:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাগাতার দখল ও দূষণে সিলেট নগর থেকে হারিয়ে যেতে বসা শতবর্ষী জল্লা দিঘী স্বরূপে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে প্রশাসন। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ধারাবাহিকভাবে দখল ও দূষণ আক্রান্ত জলাশয় রক্ষার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার সংলগ্ন এই জলাধারটি একসময় স্বচ্ছ জলের আধার ছিল, যা গৃহস্থালির কাজে ব্যবহারের পাশাপাশি সৌন্দর্য বর্ধন করতো। তবে এখন তা ক্ষয়ে যাওয়া এক গল্পগাঁথা।

 

আশার খবর হলো, দিঘীটির পুরোনো রূপ ফিরিয়ে আনতে নগর কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। বুধবার সকাল থেকে জল্লা দিঘী পুনরুদ্ধার কাজে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। তাদের সঙ্গে স্বেচ্ছাশ্রমে হাত বাড়িয়ে দেয় দুই শতাধিক তরুণী।

 

সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এবং সিইও রেজাই রাফিন সরকার জানান, কেবল আবর্জনা পরিষ্কার নয়, দিঘীটি খননের পর এর তীর সংরক্ষণ করা হবে।

 

নগর ভবনের প্রশাসক জানান, নগরের দখলকৃত জলাধার উদ্ধারের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, দখল হয়ে থাকা জলাশয় উদ্ধারে আইনি পদক্ষেপ জোরদার করা হবে। বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবীও এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

দিঘী-জলাশয়ের পাশাপাশি নগরের খাল ও ছড়া পরিষ্কারের কাজও পুরোদমে চলছে।


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন