সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমের সই করা এক অফিস আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সম্প্রতি সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, লুণ্ঠন ও পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে পরিবেশ ও পর্যটন সম্ভাবনা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অমান্য করে কেউ অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন বা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/এনএসএফ