সিলেটের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানের কলেবর বাড়ছে। ক্রাশার মিলের পর এবার সাধারণ মানুষের বাড়ির উঠান, এমনকি ধানক্ষেত থেকেও উদ্ধার হচ্ছে লুকিয়ে রাখা চোরাই পাথর।
সোমবার (১৮ই আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট সদর উপজেলার ছালিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট পাথর উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াৎ।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামে একযোগে অভিযান চালানো হয়। এ সময় ছালিয়া গ্রামের একটি ধানক্ষেত এবং বিভিন্ন বাড়ির উঠান ও পথের ধার থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। পাথরগুলো লতাপাতা দিয়ে ঢেকে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।
ইউএনও খোশনুর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, "সোমবারের অভিযানে প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন বাড়ির উঠান ও ধানক্ষেতে লুকানো ছিল। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার হওয়া পাথরগুলো পুনরায় সাদাপাথর এলাকায় প্রতিস্থাপনের কাজ চলছে।"
ডিবিসি/এমইউএ