গভীর রাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। বুধবার (১০ই ডিসেম্বর) দিবাগত রাতে মানুষের ঘুমের মধ্যেই এই কম্পন অনুভূত হয়। পরপর দুটি কম্পনে নগরবাসী ও আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'-এর তথ্য অনুযায়ী, প্রথম কম্পনটি অনুভূত হয় রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার। এই রেশ কাটতে না কাটতেই মাত্র পাঁচ মিনিটের মাথায়, অর্থাৎ রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট অঞ্চল। ৩ দশমিক ৩ মাত্রার এই দ্বিতীয় কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।
সিলেটের এই ঘটনার রেশ চলাকালীনই বঙ্গোপসাগর এবং প্রতিবেশী দেশ মিয়ানমারেও ভূকম্পন অনুভূত হয়েছে। রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এর আগে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারেও ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মিয়ানমারের এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে। একই রাতে এবং অল্প সময়ের ব্যবধানে এই অঞ্চলের একাধিক স্থানে ভূমিকম্পের ঘটনা ভূতাত্ত্বিকদের নজর কেড়েছে।
ডিবিসি/পিআরএএন