বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

সিলেটে সাংবাদিক তুরাব হত্যা, বিচারের দীর্ঘসূত্রিতায় বেড়েছে হতাশা

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে জুলাই ২০২৫ ১১:৩২:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই গণঅভ্যুত্থানে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তুরাব। দায়িত্ব পালনের সময় সংবাদিকের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এমন নির্মমতা আজও মেনে নিতে পারেননি সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শহিদের স্বজনরা।

একবছরে বিচারের দীর্ঘসূত্রতায় বেড়েছে হতাশ। দ্রুততম সময়ে বিচার শেষ করার পাশাপাশি কর্মক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের।  

 

২৪ এর জুলাইয়ে উত্তাল দিনগুলোতে সিলেটের অলিতে-গলিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। প্রতিবাদ-প্রতিরোধে রাজপথে সক্রিয় হয় দলমত নির্বিশেষে আপামর জনতা। ১৯শে জুলাই ছিলো শুক্রবার।

 

জুমার নামাজের পর সিলেটের কোর্ট পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল বের হয়। এসময় পেছন থেকে শুরু হয় পুলিশের গুলি। অন্য সাংবাদিকদের মতোই সংবাদ সংগ্রহ করতে যান দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক আবু তুরাব। হঠাৎই পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর। সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুরাব।

 

ঘটনার পর মামলা করে পরিবার। মামলায় ১৮ জনকে আসামি করা হলেও, আটক হয়েছেন পুলিশের মাত্র দুই সদস্য। বিচারের দীর্ঘসূত্রতায় হতাশা তুরাবের স্বজনরা। হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ও বিস্মিত সিলেটের সাংবাদিক সমাজ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সবার।    

 

পুলিশ জানায়, মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের প্রক্রিয়া

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন