সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (১৯শে ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব তুরং গ্রামের বাসিন্দা মো. আশিকুর (২২) ও একই উপজেলার রনিখাই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব উদ্দিন (৩০)।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, ওই দুই বাংলাদেশি নাগরিক ভারতে সুপারি চুরি করতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে খাসিয়াদের গুলিতে তারা প্রাণ হারান। ঘটনার পর নিহতদের আত্মীয়-স্বজনরা মরদেহ নিয়ে আসেন। বর্তমানে মরদেহগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল