আন্তর্জাতিক, এশিয়া

সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও চীনের পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৮:১৫:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সীমান্তে উত্তেজনা কমাতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ চীন এবং ভারত বুধবার (৩০শে অক্টোবর) সংঘাতপূর্ণ পূর্ব লাদাগের দেপসাং এবং ডেমচোখ থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছে। দু'পক্ষই এখন নির্দিষ্ট দূরত্বে সেনা মোতায়েনের ইস্যুতে সম্মত হওয়ার পাশাপাশি অস্ত্র এবং সরঞ্জাম সরিয়ে নেয়ার জন্য যৌথভাবে পর্যালোচনা করবে, এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।

গত ২১শে অক্টোবর ভারত এবং চীনের মধ্যে সইকৃত চুক্তির অধীনে এই চূড়ান্ত যাচাই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য ছিল সীমান্তে উত্তেজনা কমিয়ে আনা। একটি সূত্র জানিয়েছে, দেপসাং এবং ডেমচোখে সেনাদের সরিয়ে নেয়া সম্পন্ন হয়েছে এবং যাচাই প্রক্রিয়া চলছে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের


স্থানীয় পর্যায়ের কমান্ডারদের মাঝে এখন আলোচনা অব্যাহত থাকবে এবং উভয় সেনাবাহিনী শিগগিরই এই নিরপেক্ষ এলাকায় টহল শুরু করতে পারবে।'

 

এই প্রক্রিয়ার অধীনে, ভারতীয় সেনা এবং চীনের পিএলএ তাদের সেনা এবং সরঞ্জাম বিতর্কিত লাইন অব কন্ট্রোল থেকে সরিয়ে নিয়েছে এবং সাময়িক স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে যা ২০২০ সালের মে মাসে সামরিক বিরোধ শুরু হওয়ার পর স্থাপন করা হয়েছিল।

 

ডিবিসি/ এসকেবি

আরও পড়ুন