মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনানের অবস্থা এখনো আশঙ্কাজনক। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার করা হলেও হুজাইফার মাথার ভেতরে বিঁধে থাকা গুলিটি বের করা সম্ভব হয়নি। অত্যন্ত স্পর্শকাতর স্থানে গুলিটি অবস্থান করায় সেটি অপসারণ করা বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়েছে এবং খুলির একাংশ আলাদা করে বিশেষ প্রক্রিয়ায় ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাত থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অস্ত্রোপচারে তার মস্তিষ্কের চাপ কমানো গেলেও গুলিটি সরানো যায়নি। চিকিৎসকদের মতে, শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল নয়।
ডিবিসি/এফএইচআর