বাংলাদেশ, জেলার সংবাদ

সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধপরিকর: বিজিবি মহাপরিচালক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ০১:১৭:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধপরিকর। প্রয়োজনে জীবন দেবে, তবুও দেশের এক ইঞ্চি মাটি ছাড় দেবে না।

বৃহস্পতিবার (১০ই জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের 'বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে' বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

 

এই কুচকাওয়াজের মাধ্যমে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী রিক্রুট আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে সৈনিক জীবনে পদার্পণ করলেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন