আন্তর্জাতিক, ভারত, পাকিস্তান

সীমান্তে ৫০ ভারতীয় সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই মে ২০২৫ ০৮:২৩:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সীমান্তের দ্বিপাক্ষিক নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) পাকিস্তানি সৈন্যদের চালানো গোলার আঘাতে ভারতীয় অন্তত ৫০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ই মে) পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। খবরটি পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে।

 

আতাউল্লাহ তারার বলেন, ‘কাপুরুষ শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছে। ভারত রাফাল যুদ্ধবিমান নিয়ে গর্ব করছে এবং যা ইচ্ছা তাই করার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’ তিনি আরও দাবি করেন, ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়েছে এবং পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরও গুঁড়িয়ে দিয়েছে বলে তারার উল্লেখ করেন। তার ভাষায়, এর ফলে ভারতের শুধু বিমানই নয়, গর্বও ভেঙে গেছে।

 

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও জানান, পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ৪০ থেকে ৫০ ভারতীয় সৈন্যকে হত্যা করেছে এবং ভারত এখনো নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। এ ছাড়া পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর ছোড়া ইসরায়েলের তৈরি অন্তত ২৫টি ড্রোনও ভূপাতিত করার দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য এসব ড্রোন মোতায়েন করেছিল, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ এবং ভারতকে অপমানের মুখে পড়তে হয়েছে।

 

অন্যদিকে, নয়াদিল্লি দাবি করেছে, পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ দাবি করেন। তার আগের দিন, ভারত সরকারের বিভিন্ন সূত্র জানায়, পাকিস্তানে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী।

 

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার (৭ই মে) মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। এরপর বৃহস্পতিবার (৮ই মে) রাতভর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আরও বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে।

 

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ‘গত রাতে ভারত একাধিকস্থানে ড্রোন পাঠিয়ে আরও আগ্রাসন চালিয়েছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর সদরদপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে।’

 

জবাবে নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জম্মু-কাশ্মির, পাঞ্জাব ও গুজরাটসহ ১৫টি শহরে পাকিস্তান এই হামলা চালায় বলে জানিয়েছে ভারতের সরকার। তবে এসব হামলায় ভারতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ডিবিসি/ নাসিফ

আরও পড়ুন