আন্তর্জাতিক

সুইডেনের আকাশে সফলভাবে উড়ল এআই চালিত যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫ ১১:৪০:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আকাশ যুদ্ধের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে সুইডেনের প্রতিরক্ষা সংস্থা স্যাব (Saab) তাদের সর্বাধুনিক গ্রিপেন-ই যুদ্ধবিমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।

জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান হেলসিংয়ের (Helsing) সাথে যৌথভাবে পরিচালিত এই পরীক্ষায় একজন পাইলট বিমানের নিয়ন্ত্রণ প্রথমবারের মতো একটি এআই এজেন্টের হাতে তুলে দেন।

 

গত ২৮শে মে থেকে ৩রা জুনের মধ্যে পরিচালিত তিনটি পরীক্ষামূলক ফ্লাইটে এই যুগান্তকারী প্রযুক্তির সফল পরীক্ষা চালানো হয়। 'সেন্টর' (Centaur) নামক এআই এজেন্টটি বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সফলভাবে দৃষ্টিসীমার বাইরের (Beyond-Visual-Range বা BVR) যুদ্ধ পরিস্থিতিতে জটিল কৌশলগত মহড়া পরিচালনা করে। চূড়ান্ত পর্যায়ে, এআই এজেন্টটি অস্ত্র ব্যবহারের জন্য পাইলটকে সুনির্দিষ্ট নির্দেশনাও প্রদান করে।

 

একটি বিশেষ পরীক্ষায়, 'সেন্টর' দ্বারা চালিত গ্রিপেন-ই বিমানটি রিয়েল-টাইম সেন্সর ডেটা ব্যবহার করে অন্য একটি গ্রিপেন-ডি বিমানকে সফলভাবে ট্র্যাক করে। বর্তমানে স্যাব এই পরীক্ষার ফলাফল মূল্যায়ন করছে, যার মাধ্যমে ভবিষ্যতে এআই এজেন্টকে আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।

 

এই পরীক্ষাটি সুইডেনের প্রতিরক্ষা সরঞ্জাম প্রশাসন (FMV) দ্বারা স্পনসরকৃত এবং স্যাব-এর 'প্রজেক্ট বিয়ন্ড'-এর একটি অংশ, যার মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তিকে প্রতিরক্ষা ব্যবস্থায় কাজে লাগানো।

 

এই সফলতার অন্যতম কারণ গ্রিপেন-ই বিমানের বিশেষায়িত অ্যাভিয়নিক্স আর্কিটেকচার, যা বিমানের ফ্লাইট-ক্রিটিক্যাল সফটওয়্যারকে প্রভাবিত না করেই নতুন মিশন সফটওয়্যার (যেমন এআই এজেন্ট) যুক্ত বা আপডেট করার সুযোগ দেয়। এর ফলে ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ নিরাপত্তা ছাড়পত্র পরীক্ষার প্রয়োজন ছাড়াই দ্রুত নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা সম্ভব হয়।

 

স্যাব-এর অ্যারোনটিক্স বিজনেস এরিয়ার অ্যাডভান্সড প্রোগ্রামের প্রধান পিটার নিলসন বলেন, "এটি স্যাব-এর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। গ্রিপেন-ই বিমানে হেলসিংয়ের এআই-এর দ্রুত সংযোজন এবং সফল পরীক্ষা প্রমাণ করে যে আমাদের যুদ্ধবিমান ব্যবহার করে কত দ্রুত সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।"

 

তথ্যসূত্র অ্যাভিয়েশন ইন্টারন্যাশনাল নিউজ

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন