আন্তর্জাতিক

সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। ঘটনাস্থলে এখনো যুদ্ধ চলমান রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৩ই ডিসেম্বর) রাত ১০টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


সুদানের আবেই একটি বিতর্কিত অঞ্চল। এটি উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং উভয় দেশই এর মালিকানা দাবি করে। ফলে এলাকাটিতে প্রায়শই সংঘাত ও উত্তেজনা বিরাজ করে। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে জাতিসংঘ মিশনের অধীনে দায়িত্ব পালন করে আসছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন