আন্তর্জাতিক

সুদানে ভূমিধসে একটি গ্রাম নিশ্চিহ্ন, একজন বাদে সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৪:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিম সুদানের মাররা পার্বত্য অঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

এই ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ)। সোমবার (১লা সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারা এই তথ্য প্রকাশ করে।

 

এসএলএম/এ-এর নেতা আব্দুল ওয়াহিদ মোহাম্মদ নূরের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর গত ৩১শে আগস্ট এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে পুরো গ্রামটি মাটির সাথে মিশে গেছে এবং মাত্র একজন ব্যক্তি প্রাণে বাঁচতে পেরেছেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলা গৃহযুদ্ধ থেকে বাঁচতে বহু মানুষ উত্তর দারফুর থেকে পালিয়ে ওই গ্রামে আশ্রয় নিয়েছিল। 

 

এলাকাটি এসএলএম/এ-এর নিয়ন্ত্রণে রয়েছে। সংগঠনটি নিহতদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তা চেয়েছে।

 

তথ্যসূত্র রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন