বাংলাদেশ, জেলার সংবাদ

সুনামগঞ্জে নদী থেকে বালু ও পাথর লুট ঠেকাতে বিজিবি'র সাঁড়াশি অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৫:২২:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটের সাদাপাথর এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনার পর এবার সুনামগঞ্জের সীমান্ত এলাকার নদী ও পর্যটন স্পট থেকে অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (২৪শে আগস্ট, ২০২৫) সকাল থেকে জেলার সুরমা ও ধোপাজান নদীতে এই অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন।

 

অভিযানকালে বিজিবি সদস্যরা নদীপথে চলাচলকারী বিভিন্ন বালুবাহী নৌকা ও কার্গো থামিয়ে তল্লাশি চালান এবং সেগুলোতে থাকা বালু ও পাথরের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করেন। সকালের পর বিকেলে জেলার জনপ্রিয় পর্যটন এলাকা তাহিরপুরের যাদুকাটা নদী, শিমুল বাগান এবং বারিক্কা টিলা (বড়গোপটিলা) সংলগ্ন এলাকায়ও অভিযান বিস্তৃত করা হয়।

 

অভিযান চলাকালে সুনামগঞ্জ-২৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিজিবি সীমান্তের ১৫০ গজের মধ্যে সার্বক্ষণিক দায়িত্ব পালনের পাশাপাশি এর বাইরের এলাকাতেও নিরাপত্তা জোরদারে কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের পর্যটন স্পটগুলোর মধ্যে বারিক্কা টিলা, যাদুকাটা নদী এবং শিমুল বাগানসহ যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, সেসব স্থান থেকে কিছু দুষ্কৃতিকারী চক্র অবৈধভাবে বালু এবং পাথর লুটপাট করার চেষ্টা করে। তাদের প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং এই তৎপরতা অব্যাহত থাকবে।’

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন