বাংলাদেশ, জেলার সংবাদ

সুনামগঞ্জে নদীর প্রবাহে বাধা সৃষ্টি; মৎস্য উপদেষ্টার নির্দেশে আটক ৫

সুনামগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৬ই সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৫:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে অবৈধভাবে বাঁধা সৃষ্টি করে মাছ শিকারের দায়ে পাঁচজনকে আটকের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।

আজ শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার টাকাটুকিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভরত খাল নদী থেকে তাদের আটক করা হয়। এই খালটি এলাকার লোভার হাওরের সাথে সংযুক্ত।

 

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে পাঠান মিয়া (৩৪), কদ্দুস মিয়ার ছেলে আবু বক্কর (২৫), হাসেন আলীর ছেলে আলীনুর (২৭) এবং আসন আলীর ছেলে নুর আহমদসহ মোট পাঁচজন। তারা নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করছিলেন, যা মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর।

 

এর আগে উপদেষ্টা ফরিদা আক্তার টাঙ্গুয়ার হাওর এবং শহীদ সিজার লেকসহ বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি টাঙ্গুয়ার হাওরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

তিনি বলেন, হাওরে অনিয়ন্ত্রিত পর্যটন এবং অবৈধ জালের ব্যবহার করে মাছ শিকারের মতো কর্মকাণ্ড এখানকার জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তিনি এসব অবৈধ কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন