বাংলাদেশ, জেলার সংবাদ

সুনামগঞ্জে পর্যটকদের ফেলা বোতলে ঝুঁকিতে হাওরের কৃষি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুনামগঞ্জের সৌন্দর্যের অপার লীলাভূমি হাওর পর্যটকদের অসচেতনতার কারণে পরিবেশগত হুমকির মুখে পড়েছে।

ভরা বর্ষায় ভ্রমণে গিয়ে পর্যটকরা নৌকা থেকে পানিতে কাঁচ ও প্লাস্টিকের বোতল ফেলছেন। পানি সরে যাওয়ার পর বোরো চাষের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে এসব বর্জ্যের কারণে কৃষকরা মারাত্মক বিপদে পড়ছেন এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

 

বর্ষার সময় হাওরের পানিতে ফেলা বোতল ও আবর্জনা পানি শুকানোর পর কাদার ভেতর থেকে বেরিয়ে আসছে। কৃষকরা চাষের জন্য জমি প্রস্তুত করার সময় ট্রাক্টরের চাপে কাঁচ ও প্লাস্টিকের শক্ত বোতল ভেঙে তাদের হাত-পা কেটে যাচ্ছে। 

 

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা জানান, পর্যটকদের এমন অসচেতন আচরণ হাওর এলাকার জীবন ও জীবিকাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে বলে জানানো হয়েছে। 

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক জানান, পর্যটকবাহী নৌচালকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হচ্ছে। কৃষকদের দাবি, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হাওরভিত্তিক কৃষি ও পরিবেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন