বাংলাদেশ, জেলার সংবাদ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩রা মে ২০২৫ ১০:২৬:২১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদুল আজহা ঘিরে অবৈধপথে ভারতীয় পণ্য আনতে তৎপর চোরাকারবারী চক্র। বৈরী আবহাওয়ার সুযোগে সুনামগঞ্জ সীমান্তের দুর্গম এলাকা দিয়ে রাতের আঁধারে আনছে প্রসাধনী, ফুচকাসহ অন্যান্য পণ্য। এজন্য ১২০ কিলোমিটার সীমান্তে রাতে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি।

এটি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির বর্ডার অবজারভেশন পোস্ট- বিওপির একটি গুরুত্বপূর্ণ এলাকা। গভীর রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত, এমন বৈরী আবহাওয়ার সুযোগে চলে চোরাচালান কার্যক্রম।

 

চোরাচালান ঠেকাতে কাজ করে যাচ্ছেন বিজিবি সদস্যরা। বিশেষ সামরিক যানে চালানো হয় অভিযান। এটিভি, মোটরসাইকেল থেকে নেমে পায়ে হেঁটে চলে অভিযান। এসএমজি, রাইফেলসহ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছেন সৈনিকরা।

 

সম্প্রতি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয় প্রসাধনী, ফুচকাসহ দেড়কোটি টাকার ভারতীয় পণ্য। তবুও রাতে ঝড়-বৃষ্টি হলে তৎপরতা বাড়ে চোরাকারবারীদের।

 

২৮ বিজিবি'র অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে এমন পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 

অবৈধপথে ভারতীয় পণ্য আনা বন্ধ করতে এমন অভিযানের পাশাপাশি চোরাকারবারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন