আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তাহিরপুরের সর্বস্তরের জনতা।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সন্ধ্যায় তাহিরপুর পূর্ব বাজার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা সুনামগঞ্জের উন্নয়নের স্বার্থে কামরুজ্জামানকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডিবিসি/আরএসএল