বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

সুন্দরবনে থামছে না হরিণ শিকারিদের দৌরাত্ম্য

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা মে ২০২৫ ১০:২৪:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুন্দরবনে থামছে না হরিণ শিকার। শিকারির ফাঁদে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে শত-শত হরিণ। এতে হরিণের সংখ্যা কমার পাশাপাশি হুমকির মুখে বনের জীব-বৈচিত্র্য। বন বিভাগ বলছে শিকার বন্ধে চলছে অভিযান।

সুন্দরবনের ঢাংমারী, চাঁদপাই, কচিখালী, হারবারিয়া ও কয়রায় নানা কৌশলে চলছে হরিণ শিকার। জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৮৫ কেজি মাংস, ৩টি মাথা, ১২টি পা, ৩টি চামড়া ও বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। তবুও থামছে না শিকারিদের দৌরাত্ম্য। 

 

হরিণের মাংস বিক্রি হয় উচ্চ মূল্যে। পাশাপাশি চামড়া ও হাড় দিয়ে ঘর সাজানোসহ বিভিন্ন সামগ্রী তৈরির চাহিদা থাকায় অবৈধ এ পেশায় জড়িয়েছে স্থানীয় অনেকেই। শিকার বন্ধে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছে সতেচন মহল। 

 

কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ টহল দিচ্ছে বন-বিভাগ। জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।  

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন