বাংলাদেশ, জাতীয়

সুন্দর নির্বাচন উপহার দেওয়াই সরকারের বড় চ্যালেঞ্জ: প্রেস সচিব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২রা আগস্ট ২০২৫ ১১:৫৮:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের জন্য যে তারিখ ঘোষণা করা হবে, অন্তর্বর্তীকালীন সরকার সেই তারিখের পর একদিনও বেশি ক্ষমতায় থাকবে না। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়াই বর্তমান সরকারের সবচেয়ে বড় এবং একমাত্র চ্যালেঞ্জ।

শনিবার ডিবিসি নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গঠিত নতুন সরকারের প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে, যার মধ্যে বিচার ও সংস্কারমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

 

বারবার জিজ্ঞাসিত নির্বাচনের সম্ভাব্য তারিখের উত্তরে প্রেস সচিব এই সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, "সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।"

 

শফিকুল আলম আরও জানান, আগামী ৫ই আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ এক নতুন অধ্যায়ের যাত্রা শুরু করবে। এছাড়া আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানান।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন