চরম নাটকীয়তা আর উত্তেজনার ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠেছে বাংলাদেশ 'এ' দল। সেমিফাইনালে আকবর আলীর দলের ভুলে নিশ্চিত জয়ের ম্যাচ সুপার ওভারে গড়ালেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা।
সুপার ওভারে ভারত কোনো রান না তুলেই দুই উইকেট হারালে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। সেখানেও প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন ইয়াসির রাব্বি, তবে পরের বলে ভারতীয় বোলার সুয়াশ শর্মার ওয়াইডে ফাইনাল নিশ্চিত হয় আকবরদের।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার হাবিবুর রহমান সোহান ৬৫ রানের ইনিংস খেলেন। তবে ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন মেহেরব অহিন। তার ১৮ বলে অপরাজিত ৪৮ রানের সুবাদে শেষ দুই ওভারে ৫০ রান তোলে বাংলাদেশ। জবাবে ভারতের ইনিংসও থামে ঠিক ১৯৬ রানেই।
জয়ের জন্য শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান। হার্স দুবে বল লং অনে ঠেলে দুই রান নেয়ার চেষ্টা করেন। এ সময় উইকেটরক্ষক আকবর আলী অযথা রান আউটের জন্য থ্রো করলে বল স্ট্যাম্পে না লেগে বেরিয়ে যায়, যার ফলে ভারত ওভার থ্রোতে আরও এক রান নিয়ে ম্যাচ টাই করে। অথচ আকবর আলী মাথা ঠান্ডা রাখলে বাংলাদেশ সহজেই ১ রানে ম্যাচটি জিততে পারত। এছাড়া ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ভারতের যখন ৩ বলে ৮ রান দরকার, তখন জিসান আলমের ক্যাচ মিস ও বোনাস চার রান ভারতকে ম্যাচে ফিরিয়েছিল।
ভারতের ব্যাটিংয়ে প্রিয়ান্স আরিয়া ৪৪ এবং জিতেশ শর্মা ২৩ বলে ৩৩ রান করে দলকে জয়ের পথে রেখেছিলেন। তবে সাকলাইনদের নিয়ন্ত্রিত বোলিং এবং শেষ মুহূর্তে রাকিবুলের গুরুত্বপূর্ণ উইকেটে ম্যাচটি টাই হয়। গেম সেন্সের অভাব আর শিশুতোষ ভুলের কারণে হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত সুপার ওভারে জিতে শিরোপার মঞ্চে পা রাখল বাংলাদেশ।
ডিবিসি/এএমটি