আন্তর্জাতিক

সুর বদল ট্রাম্পের: হামলার আগে বলেছিলেন সংঘাত চান না, হামলার পর বলছেন "চমৎকার"

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই জুন ২০২৫ ০১:০৯:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল ইরানে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছিলেন, তিনি চান না ইসরায়েল ইরানে হামলা চালাক। সেই সুর পাল্টে কয়েকঘন্টা পরেই বললেন "হয় পারমানবিক চুক্তি কর নয়ত হামলা আরও তীব্র হবে।

ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাতের আগে এবং পরে যেভাবে কথা বলেছেন, তাতে কিছুটা ভিন্নতা শোনা যাচ্ছে।

 

এই হামলা চালানোর মাত্র কয়েক ঘন্টা আগে ট্রাম্প সাংবাদিকদের বলছিলেন যে তিনি চান না যে ইসরায়েল ইরানে প্রবেশ করুক। এটি করলে ইরানের সাথে আমেরিকার পারমাণবিক আলোচনা থেমে যাবে। তারপর হামলার প্রায় পরপরই ট্রাম্প সেই বক্তব্য পরিবর্তন করে বলেন যে এই হামলাগুলো তার ভাষায়, "চমৎকার" ছিল।

 

হামলার জন্য ইরানকে দোষারোপও করেছেন তিনি। হামলার কারণ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিটি দেশটি গ্রহণ না করা দেখিয়েছেন তিনি।

 

তিনি ট্রুথ সোশ্যালে সতর্ক করে দিয়েছেন যে আরও হামলা চলবে এবং তা আরও নৃশংস হবে যদি ইরান দ্রুতই চুক্তি না করে।

 

ট্রাম্প দুটি পরস্পরবিরোধী আবেগের মধ্যে আটকা পড়েছেন। এখন তার কাছে যেই দিক বেশি চমকপ্রদ মনে হচ্ছে তিনি সেই দিকেই কথা বলছেন।

তথ্যসূত্র সংবাদমাধ্যম আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন