বাংলাদেশ, জাতীয়

সেপ্টেম্বরে শুরু হবে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি: খাদ্যমন্ত্রী

ফারুক

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই আগস্ট ২০২২ ০১:৩১:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে সেপ্টেম্বরে ১৫ টাকা কেজি দরে সারা দেশে চাল বিক্রি শুরু হবে। একইসঙ্গে খোলাবাজারে বিক্রির জন্য চাল বরাদ্দ দ্বিগুন করা হয়েছে।

বিকেলে সচিবালয়ে একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

তিনি আরো জানান, ৫০ লাখ পরিবারের জন্য ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে। দুই হাজার ডিলারের মাধ্যমে প্রতিদিন ৪ হাজার পরিবার ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল কিনতে পারবে। প্রয়োজনে চাল আমদানি করে হলেও সঙ্কট মোকাবিলা করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী।

 

খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের চাল বিপণনের ফলে বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। খাদ্যবান্ধব কর্মসূচি হয় বছরে পাঁচ মাস। প্রথম ধাপ চলে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। আরেক ধাপ চলে মার্চ ও এপ্রিলে। সরকার নির্ধারিত ৫০ লাখ পরিবার এই সুবিধায় চাল কেনার সুবিধা পায়।  

 

খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের চাল বিপণনের ফলে বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।

 


তিনি বলেন, “এই কর্মসূচিতে তালিকাভুক্ত পরিবার চাল কিনতে পারবেন। ৫০ লাখ পরিবার যখন উপকৃত হবে তখন বাজার থেকে চাল কেনা লাগবে না। ফলে বাজারে চালের চাহিদা কমবে এবং দাম কমবে।”

আরও পড়ুন