স্বাস্থ্য

সোনারগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১২ই মার্চ ২০২৫ ০৯:৪৩:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১৫ই মার্চ জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁও, নারায়ণগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ই মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আয়েশা আক্তার শেফা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল মতিন।
 

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, একটি শিশুও যেন ওইদিন টিকা খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

 

তিনি জানান, উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় এবারেই প্রথম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হবে, আসন্ন ঈদ উপলক্ষে কেনাকেটা করতে বাজারে আসা শিশুদেরকে ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার জন্য এ উদ্যোগ নেন তিনি।


আগামী ১৫ই মার্চ প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য, সোনারগাঁও উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার এর ও বেশি শিশু রয়েছে।
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন