আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসার জন্য প্রায় চার মাস যুক্তরাজ্যে থাকার পর স্থানীয় সময় ৪ঠা মে বিকাল ৬টায় তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে রওনা দিতে পারেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশে পৌঁছাতে পারেন পরদিন।
বেগম খালেদা জিয়ার সাথে পূত্রবধূ ডা. জোবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, ইউকে বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কাসপারভ এম আহমদও তার সাথে আসতে পারেন। প্রায় চার মাস আগে গত ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান।
ডিবিসি/নাসিফ