আন্তর্জাতিক, ইউরোপ

সোশ্যাল মিডিয়ায় মানব পাচারের বিজ্ঞাপন; যুক্তরাজ্যে ভারতীয় যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সোশ্যাল মিডিয়ায় মানব পাচার পরিষেবার বিজ্ঞাপন দেওয়ার গুরুতর অভিযোগে যুক্তরাজ্যে এক ২৯ বছর বয়সী ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (২২শে ডিসেম্বর) বার্মিংহামের হ্যান্ডসওয়ার্থ এলাকার হলিহেড রোড থেকে তাকে আটক করে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) এবং ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

 

তদন্তকারী কর্মকর্তাদের মতে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি একটি বড় সংগঠিত অপরাধী চক্রের সাথে জড়িত। এই চক্রটি মূলত ট্রাকে করে অবৈধভাবে অভিবাসীদের পরিবহনের কাজ করে থাকে। এনসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, যৌথ তদন্তের অংশ হিসেবে "অবৈধ অভিবাসনে সহায়তা করার" সন্দেহে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযান চলাকালীন তার বাড়ি থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে, যা বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে।

 

এনসিএ-র শাখা কমান্ডার কেভিন ব্রডহেড এই অভিযানের বিষয়ে বলেন, সংগঠিত অভিবাসন অপরাধ মোকাবেলা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধী নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করে সেগুলো ভেঙে দিতে আমরা বদ্ধপরিকর। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সাথে আমাদের এই যৌথ তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

 

অভিযান চলাকালীন হলিহেড রোডের ওই বাড়ি থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, তিনি অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। বর্তমানে তাকে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দ্রুতই তাকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হতে পারে বলে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, বর্তমান ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসন দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত প্রায় ৫০,০০০ মানুষকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। পাচারকারী গ্রেপ্তার এবং সাজা দেওয়ার হার গত এক বছরে প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

তথ্যসূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন