মিটফোর্ডের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের হত্যাকারীকে কেন ধরা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১২ই জুলাই) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যকালে এমন প্রশ্ন তুলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, যে ছেলে মারা গেছে তার সঙ্গে হয়তো যুবদলের সম্পর্ক আছে। কিন্তু যে খুন করেছে বা যে হত্যা করেছে, তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে বলে আমরা খবর পেয়েছি।
প্রকৃত আসামিকে না ধরে অন্যদের অ্যারেস্ট করা হলো উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত তাকে আসামিও করা হয়নি। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো কাউকে ধরা যাবে না এমনটা বলা হয়নি।
তারেক রহমান বলেন, বরাবর আমরা বলেছি, আইনের দৃষ্টিতে অন্যায়কারীর বিচার হবে। দলের সঙ্গে তার কি সম্পর্ক কিছু যায়-আসে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাকে দল কোনোরকম প্রশ্রয় দেবে না। তাহলে প্রশাসন কেন তাকে ধরছে না?
আইনশৃঙ্খলা বাহিনী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চালায় সরকার। তাহলে সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। দলের হোক বা অন্য কারও বিরুদ্ধে হোক, সরকার তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না?
এ সময় ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে বিএনপি ক্ষমতায় আসলে জুলাই গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ডিবিসি/ এইচএপি