রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় অন্যতম আসামি তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সংশ্লিষ্ট অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড শেষে আজ শনিবার (১২ই জুলাই) তাকে আদালতে হাজির করা হলে তিনি এ স্বীকারোক্তি দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির আসামি রবিনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। জবানবন্দি রেকর্ড করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
তবে, রবিন হত্যাকাণ্ডের বিষয়ে সরাসরি স্বীকারোক্তি দিয়েছেন কিনা বা তার জবানবন্দিতে কী তথ্য উঠে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে।
এদিকে এই হত্যা মামলার আরেক আসামি টিটন গাজীকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত বুধবার (৯ই জুলাই) মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহাগের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। মামলার তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/কেএলডি