অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে সৌদি আরবে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির বর্ডার গার্ডের উপকূল নজরদারি ইউনিট। আসির প্রদেশের আল-কাহমাহ উপকূলীয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ই জুলাই) সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারের সময় ওই ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে ধরা বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে।
অভিযুক্ত বাংলাদেশীর বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাধারণত অনুমতি ছাড়া মাছ শিকার সৌদিতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এজন্য প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোরও নজির আছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সৌদি বর্ডার গার্ড দেশটির সকল বাসিন্দা এবং প্রবাসীদের প্রতি সামুদ্রিক নিরাপত্তা এবং মৎস্য আহরণ সংক্রান্ত আইন ও প্রবিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। দেশটির মূল্যবান সামুদ্রিক জীব ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সকলের নাগরিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়।
কর্তৃপক্ষ জনসাধারণকে পরিবেশগত বা বন্যপ্রাণী সংক্রান্ত যেকোনো ধরনের আইন লঙ্ঘনের ঘটনা দেখলে তা রিপোর্ট করার জন্য পরামর্শ দিয়েছে। এজন্য মক্কা, মদিনা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের জন্য জরুরি নম্বর ৯১১ এবং অন্যান্য সকল অঞ্চলের জন্য ৯৯৪, ৯৯৯, বা ৯৯৬ নম্বরে ফোন করে যেকোনো তথ্য জানানো যাবে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তার কোনো ধরনের আইনি দায়বদ্ধতা থাকবে না বলেও নিশ্চিত করা হয়েছে।
ডিবিসি/এমএআর