আন্তর্জাতিক, অর্থনীতি

সৌদিতে বাড়ছে জ্বালানি তেলের দাম

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই জুন ২০২০ ০১:০২:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সৌদি আরবে আবারো বাড়ছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (১১ জুন) থেকে কার্যকর হবে নতুন মূল্য। সৌদি আরমকোর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি লিটার ৯১ পেট্রোল এর দাম এখন ০.৯০ হালালা এবং ৯৫ গ্যাসোলিনের দাম হবে ১.০৮ রিয়াল। 

যা ১০ জুন পর্যন্ত ছিল ৯১ পেট্রোল ০.৬৭ পয়সা (হালালা) এবং প্রতি লিটার ৯৫ গ্যাসোলিনের এর দাম ০.৮৬ পয়সা (হালালা)। গত ১০ মে পর্যন্ত ছিল যথাক্রমে ১.১৩ ও ১.৪৭ সৌদি রিয়াল প্রতি লিটার।

উল্লেখ্য, সৌদি আরবে প্রতি মাসেই তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে পরিবর্তিত হয়ে আসছে। 

আরও পড়ুন