সৌদি আরবে সিনেমা, গান, থিয়েটার এবং সংস্কৃতি বিষয়ক অন্যান্য কার্যক্রম আরও বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে দেশটির শুরা কাউন্সিল। পাশাপাশি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সাংস্কৃতিক কমিশনগুলোকে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, গত সোমবার (১৪ই জুলাই) শুরা কাউন্সিলের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাদুঘর কমিশনগুলোকে জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোতে নতুনত্ব আনার আহ্বান জানানো হয়। কাউন্সিল মনে করে, জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোকে আরও আধুনিক করতে হবে। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোকে অন্তর্ভুক্ত করে জাদুঘরকে নতুনভাবে সাজানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
এছাড়া স্কুলগুলোতে থিয়েটার (মঞ্চ) কার্যক্রম ফেরানো এবং স্থানীয় থিয়েটারগুলোতে গতিশীলতা আনতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে শুরা কাউন্সিল। এর মাধ্যমে দেশটির সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন বিপ্লবের সূচনা হতে যাচ্ছে, যা তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তথ্যসূত্র: সৌদি গেজেট
ডিবিসি/এমএআর