আন্তর্জাতিক, আমেরিকা

সৌদির সঙ্গে অস্ত্রচুক্তি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবকে ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের এক বিশাল অস্ত্রের চালান দেয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী মাসে দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে ঘোষণা করা হতে পারে।

খবর রয়টার্স দীর্ঘদিন ধরেই সৌদি আরবে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ২০১৭ সালে ট্রাম্প দেশটিকে প্রায় ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। তবে ২০১৮ সালের মধ্যে বিক্রি হয় মাত্র দেড় হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র। পরে সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগি হত্যার জেরে দেশটিতে অস্ত্র সরবরাহ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে মার্কিন কংগ্রেস। এর ধারাবাহিকতায় ২০২১ সালে বাইডেন প্রশাসনের অধীন কংগ্রেস দেশটিতে আক্রমণাত্মক অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে।

 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফার মেয়াদেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থে সৌদি আরবে অস্ত্র বিক্রিকে উৎসাহিত করেছিলেন। দুই মার্কিন সূত্র বলেছে, সৌদি আরবকে একগুচ্ছ অত্যাধুনিক অস্ত্রের চালান দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশন (এলএমটি.এন)। চালানের মধ্যে সি-১৩০ পরিবহন উড়োজাহাজও রয়েছে। একটি সূত্র বলেছে, লকহিড দেশটিকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও রাডারও দিতে পারে।

 

চুক্তির অনেক বিষয় আগেই আলোচনায় ছিল, যেমন সৌদি আরব জেনারেল অটোমিক্সের ড্রোন সম্পর্কে সেই ২০১৮ সালে প্রথম তথ্য জানতে চায়। আর গত ১২ মাসে প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলারের ‘এমকিউ-৯বি সি-গার্ডিয়ান’ ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ নিয়ে চুক্তি সামনে এসেছে।

 

ডিবিসি/রাসেল 

আরও পড়ুন