আন্তর্জাতিক, আরব

সৌদি আরবের জনসংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়াল, প্রায় অর্ধেকই প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুলাই ২০২৫ ০৪:৪৩:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের মোট জনসংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়িয়ে গেছে। দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট জনসংখ্যার ৫৫.৬ শতাংশ সৌদি আরবের নাগরিক। অন্যদিকে, প্রবাসী জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৪.৪ শতাংশে। তারা দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস দেশটির জনসংখ্যা বিষয়ক সর্বশেষ এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল পর্যন্ত সৌদি আরবের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৩ লক্ষ ২৮০ জনে। বিস্ময়কর তথ্য হলো দেশটির মোট জনসংখ্যার ৬২.১ শতাংশই পুরুষ, যেখানে নারীর সংখ্যা মাত্র ৩৭.৯ শতাংশ। এর প্রধান কারণ হিসেবে বিপুল সংখ্যক পুরুষ প্রবাসী কর্মীর উপস্থিতিকেই মনে করা হয়।

 

পরিসংখ্যান অনুযায়ী, সৌদিতে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা প্রায় ১৬৪ জন। তবে দেশটির জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামো বেশ ইতিবাচক এবং সম্ভাবনাময়। কারণ মোট জনসংখ্যার সিংহভাগই তরুণ ও কর্মক্ষম। ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ৭৪.৭ শতাংশ। ০ থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ২২.৫ শতাংশ এবং ৬৫ বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকের সংখ্যা মাত্র ২.৮ শতাংশ।

 

"সৌদি আরবের জনসংখ্যা... পরিসংখ্যান এবং টেকসই প্রভাব" শিরোনামে প্রকাশিত এই ডেটা দেশটির অর্থনৈতিক অগ্রগতির জন্য এক বিশাল সম্ভাবনার ইঙ্গিত। কারণ এই সময়ের তরুণ জনগোষ্ঠী পরবর্তী সময়ে সৌদির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করা হয়।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন