আন্তর্জাতিক, আরব

সৌদি আরবের পার্কে ভেঙে পড়ল চলন্ত রাইড, আহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে জুলাই ২০২৫ ০৮:৫৭:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট শহর তায়িফের আল হাদার একটি অ্যামিউজমেন্ট পার্কের রাইড ভেঙে অন্তত ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজন তরুণী এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৩০শে জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

রাইডটি চলন্ত অবস্থায় আকস্মিকভাবে ভেঙে পড়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাইডের কাঠামোটি হঠাৎ করে ভেঙে পড়লে দর্শনার্থীরা নিচে আছড়ে পড়েন এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় দর্শনার্থী ও প্রত্যক্ষদর্শীরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে সৌদি রেড ক্রিসেন্টের প্যারামেডিক দল এবং সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহতদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এই ঘটনার পর সৌদি কর্তৃপক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্কটি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। পার্কটি প্রয়োজনীয় নিরাপত্তা বিধি ও প্রযুক্তিগত মান অনুসরণ করেছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

ডিবিসি/এমএআর

আরও পড়ুন