বিশ্বের অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক আবারও তাদের মর্যাদাপূর্ণ ‘অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫’-এর আয়োজন করতে যাচ্ছে। তবে এবারের আসরটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের রাজধানী রিয়াদে। এই আয়োজনের মাধ্যমে সৃজনশীল এবং সফল বিজ্ঞাপন ক্যাম্পেইনের জন্য বিভিন্ন ব্র্যান্ড ও বিজ্ঞাপন সংস্থাকে স্বীকৃতি দেওয়া হবে।
মঙ্গলবার (২৬শে আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক জানিয়েছে, গত বছরের অভাবনীয় সাফল্যের পর এবার আরও বড় পরিসরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যেসব প্রতিভাবান ব্যক্তি এবং প্রতিষ্ঠান নিজেদের নতুন ধারণার মাধ্যমে টিকটক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন জগতে আলোড়ন সৃষ্টি করেছেন, তাদের সম্মানিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
এবারের আসরে বাংলাদেশসহ মোট ১৮টি দেশের ব্র্যান্ড এবং বিজ্ঞাপন সংস্থা অংশ নেওয়ার সুযোগ পাবে। অংশগ্রহণকারী অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, তুরস্ক, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশ। অংশগ্রহণের জন্য ক্যাম্পেইনটি অবশ্যই ১লা অক্টোবর ২০২৪ থেকে ৩১শে অক্টোবর ২০২৫-এর মধ্যে টিকটকে প্রচারিত হতে হবে।
এ বছর মোট ৯টি ভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিভাগ হলো: কনটেন্টের নতুনত্বের জন্য ‘ইট’স দ্য ক্রিয়েটিভ ফর মি’, দর্শক ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে ব্র্যান্ডের সংযোগ স্থাপনের জন্য ‘কমিউনিটি কোর’, ক্যাম্পেইনের সফল কৌশলের জন্য ‘ফুল ফানেল ফ্লেক্স’ এবং ব্র্যান্ডিংয়ে সচেতনতামূলক প্রচারণার জন্য ‘বিগ ব্র্যান্ডিং এনার্জি’।
এছাড়াও, কম বাজেটে সফল ক্যাম্পেইন, সাউন্ডের সৃজনশীল ব্যবহার এবং বিক্রয় বৃদ্ধিতে সফলতার মতো মানদণ্ডেও বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সরাসরি ভোটে ‘দ্য পিপল’স চয়েজ’ এবং সার্বিকভাবে সেরা সৃজনশীল ক্যাম্পেইনের জন্য ‘দ্য জিওএটি (গ্রেটেস্ট অফ অল টাইম)’ পুরস্কারও প্রদান করা হবে।
টিকটকের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের গ্লোবাল বিজনেস সল্যুশনসের জেনারেল ম্যানেজার সাদি কানদিল বলেন, ‘গত বছরের দারুণ সাফল্যের পর এবার রিয়াদে টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই পুরস্কার শুধু বিজ্ঞাপনের শ্রেষ্ঠত্বকেই তুলে ধরে না, এটি সংস্কৃতি, আনন্দ এবং ব্যবসায়িক সাফল্যকেও উদযাপন করে।’
আগ্রহী ব্র্যান্ড এবং এজেন্সিগুলো আগামী ৩১শে অক্টোবর ২০২৫ পর্যন্ত তাদের সেরা কাজগুলো জমা দিতে পারবে। পরবর্তীতে রিয়াদে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ডিবিসি/পিআরএএন