আরব, ইসলাম

সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে রবিবার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ০৪:০৩:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী রবিবার।

শুক্রবার (২২শে মে), সৌদির আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই রবিবার (২৪শে মে) দেশটিতে ঈদ উদযাপিত হবে। শুক্রবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দেয়। একইভাবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানেও রবিবার ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। লকডাউনের পর থেকে দেশটিতে মসজিদগুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় ঈদের নামাজ ঘরে আদায়ের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ কারফিউ জারির ঘোষণাও দিয়েছে দেশটি।

সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুরসহ কয়েকটি এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে।

আরও পড়ুন