আন্তর্জাতিক, আরব

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২রা নভেম্বর ২০২৫ ০৯:১৭:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, গত ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত যৌথ মাঠ অভিযানে এই বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে ১২,৭৪৫ জন আবাসন আইন, ৪,৩২৯ জন শ্রম আইন এবং ৪,৫৭৭ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন।

 

অভিযানকালে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১,৬৮৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় আরও ৫৯ জনকে আটক করা হয়েছে। একই সময়ে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা অন্য কোনোভাবে সহায়তাকারী ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে মোট ৩১,৮২৬ জন লঙ্ঘনকারী আইনগত প্রক্রিয়ার অধীনে রয়েছেন, যাদের মধ্যে ৩০,১৫১ জন পুরুষ এবং ১,৬৭৫ জন নারী। এদের মধ্যে ২১,৯৮০ জনকে ভ্রমণের নথি পাওয়ার জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৫,০১০ জনের ভ্রমণের ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে এবং ১৩,২৭৯ জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে বিতাড়িত করা হয়েছে।

তথ্যসূত্র: সৌদি গেজেট

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন