আন্তর্জাতিক, এশিয়া

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশজুড়ে চালানো এক সপ্তাহের অভিযানে ২২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ই নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

 

এসপিএ এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে মোট ২২,১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সবচেয়ে বড় অংশটি আবাসিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত, যাদের সংখ্যা ১৪,০২৭ জন। এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় ৪,৭৮১ জনকে এবং শ্রম-সংক্রান্ত বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে আরও ৩,৩৪৮ জনকে আটক করা হয়েছে।

 

প্রতিবেদনে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টারতদের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এই অভিযোগে গ্রেপ্তার হওয়া ১,৯২৪ জনের মধ্যে ৬২ শতাংশই ইথিওপিয়ান নাগরিক। এছাড়া ৩৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য জাতীয়তার লোক রয়েছে।

 

এসপিএ আরও জানায়, অভিযান চলাকালে সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে পালানোর চেষ্টা করার সময় ৩২ জনকে আটক করা হয়েছে।

একইসাথে, আইন লঙ্ঘনকারী অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে কেউ রাজ্যে অবৈধ প্রবেশে সহায়তা করবে যার মধ্যে পরিবহন এবং আশ্রয় প্রদানও অন্তর্ভুক্ত তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল (প্রায় ৩ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, অপরাধে ব্যবহৃত যানবাহন এবং সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

 

কর্তৃপক্ষ নাগরিকদের এ ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। মক্কা ও রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন