সৌদি আরবে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ১২ নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজরান প্রদেশের নাজরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত প্রবাসীরা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির কাজ করতেন। তাদের মধ্যে সাতজন নারী আর পাঁচজন পুরুষ। মঙ্গলবার (১৫ই জুলাই) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানবপাচার বিরোধী ইউনিটের সহযোগিতায় নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্সের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। ইতোমধ্যেই বিচারের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
সৌদি আরবে আইনে পতিতাবৃত্তি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। জড়িতদের কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল। ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন তাহলে শাস্তিভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
ডিবিসি/এমএআর