আন্তর্জাতিক, এশিয়া

সৌদি আরবে মাত্র ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের গতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে দেশটিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বিদেশি নাগরিক। এই ঘটনা দেশটির মানবাধিকার পরিস্থিতি এবং আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সোমবারও (৪ আগস্ট) সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে, শনি ও রোববার (২ ও ৩ আগস্ট) মাদক চোরাচালানের অভিযোগে ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যাদের একটা বড় অংশই বিদেশি নাগরিক। এদের মধ্যে ১৩ জনকে হাশিশ (গাঁজার মতো মাদক) এবং একজনকে কোকেন পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
 

এই ঘটনাটি ২০২২ সালের মার্চের পর সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। সে সময় একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে, সৌদি আরব মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড গড়ার পথে এগোচ্ছে।  পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে কেবল মাদক-সংক্রান্ত অপরাধেই ১৬১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৩৬ জনই বিদেশি।
 

বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় এই দেশটিতে মাদক চোরাচালান দমনে কঠোর নীতি গ্রহণের ফলে মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালে দেশটিতে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা ১৯৯০-এর দশকে রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ। আশঙ্কা করা হচ্ছে, চলতি বছরে এই সংখ্যা পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন