আন্তর্জাতিক, এশিয়া

সৌদি আরবে রমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও নির্দেশনা মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদগুলোতে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রমজান মাসে নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাইরের লাউডস্পিকারের ব্যবহার কেবলমাত্র আজান এবং ইকামত (নামাজের জন্য দাঁড়ানোর আহ্বান) মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।

 

এই ঘোষণার পাশাপাশি, গত মঙ্গলবার মন্ত্রণালয় থেকে রমজান মাসে মসজিদের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে একটি বিস্তারিত সার্কুলার বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে উম্মুল কুরা ক্যালেন্ডারকে ভিত্তি করে আজানের সময় এবং এশার নামাজের নির্ধারিত সময় মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও, প্রতিটি নামাজের আযানের পর ইকামতের মধ্যবর্তী সময়কাল যথাযথভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মন্ত্রণালয়ের নির্দেশনায় ইফতার ও পানীয় ব্যবস্থাপনার বিষয়েও নতুন নিয়ম চালু করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, মসজিদের ভেতরে ইফতার না করে নির্ধারিত উঠোন বা খোলা জায়গায় ইফতারের ব্যবস্থা করতে হবে। পানি দানের ক্ষেত্রে দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে এবং মসজিদের স্টোররুমে বা সংরক্ষণাগারে অপ্রয়োজনীয়ভাবে প্রচুর পরিমাণে জল জমা করাকে নিরুৎসাহিত করা হয়েছে।

 

মসজিদের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে মসজিদের তত্ত্বাবধায়ক এবং রক্ষণাবেক্ষণকারী দলের কার্যক্রম বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

বিশেষ করে নারীদের নামাজের স্থানগুলোর পরিচ্ছন্নতা ও প্রস্তুতির দিকে বাড়তি মনোযোগ দিতে বলা হয়েছে। পবিত্র রমজান মাসে মুসল্লিরা যাতে সর্বোচ্চ সেবা এবং যত্ন পান, তা নিশ্চিত করতে মন্ত্রণালয় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

তথ্যসূত্র: সৌদি গেজেট

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন