সৌদি আরবের তায়িফে এক নারী তার সতীনকে (স্বামীর দ্বিতীয় স্ত্রী) নিজের লিভারের ৮০ শতাংশ দান করে আত্মত্যাগ ও উদারতার এক বিরল নজির স্থাপন করেছেন। এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, মাজিদ বালদাহ আল-রোকির প্রথম স্ত্রী নওরা সালেম আল-শাম্মারি তার সতীনের জীবন বাঁচাতে এই অভূতপূর্ব সিদ্ধান্ত নেন। মাজিদের দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল-সাদি দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন এবং ডায়ালাইসিসের মাধ্যমে জীবনধারণ করছিলেন।
তাগরিদের স্বামী মাজিদ জানান, তার দ্বিতীয় স্ত্রীর চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও এক বছর কাটিয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। দেশে ফেরার পর স্ত্রীর কষ্ট লাঘব করতে মাজিদ নিজেই নিজের একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, "অস্ত্রোপচারের সময় আমার কিছু হয়ে গেলে সন্তানদের দেখাশোনার ভার আমি নওরাকে (প্রথম স্ত্রী) দিয়েছিলাম।"
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নওরা নিজেই এগিয়ে আসেন। তিনি ঘোষণা দেন, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তিনি তার সতীন তাগরিদকে নিজের লিভারের ৮০ শতাংশ দান করতে চান। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর দুজনের টিস্যু ম্যাচিং নিশ্চিত হলে সফলভাবে লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন হয়।
প্রথম স্ত্রীর এই ত্যাগের মহিমায় অভিভূত হয়ে স্বামী মাজিদ বলেন, "নওরা যেন শুষ্ক মরুভূমিকে পুনরুজ্জীবিত করতে এক পশলা বৃষ্টি হয়ে এসেছে।"
সূত্র: সৌদি গেজেট
ডিবিসি/এমএআর