আন্তর্জাতিক

সৌদি আরবে ৩ সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে আগস্ট ২০২৫ ০৯:৪৩:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের আল খোবার শহরে হায়দ্রাবাদের এক নারী তার তিন সন্তানকে বাথটাবে ডুবিয়ে হত্যা করার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন।

মর্মান্তিক এই ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে।

 

ওই নারীর নাম সৈয়দা হুমেরা আমরিন, যিনি হায়দ্রাবাদের মোহাম্মদী লাইনের বাসিন্দা। তিনি তার ৭ বছর বয়সী যমজ ছেলে সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং ৩ বছর বয়সী ছোট ছেলে ইউসুফ আহমেদকে নিজ বাড়িতে খুন করেন বলে অভিযোগ উঠেছে।

 

তাদের বাবা মোহাম্মদ শাহনাওয়াজ কাজ থেকে বাড়ি ফিরে সন্তানদের মৃত অবস্থায় দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে সৌদি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ হুমেরা আমরিনকে হেফাজতে নেয়।

 

পরিবার সূত্রে জানা গেছে, হুমেরা আমরিন ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যা ও একাকীত্বে ভুগছিলেন। কিছু প্রতিবেদন অনুযায়ী, পারিবারিক বিবাদও এই ঘটনার পেছনে একটি কারণ হতে পারে।

 

এই ঘটনার পেছনের মূল কারণ এখনো স্পষ্ট নয় এবং সৌদি পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

তথ্যসূত্র এনডিটিভি।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন