আন্তর্জাতিক, আমেরিকা

সৌদি যাচ্ছেন ট্রাম্প, হতে পারে বেশ কয়েকটি চুক্তি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই মে ২০২৫ ০৯:০৯:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের পথে যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১২ই মে) ওয়াশিংটন ডিসির জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে করে সৌদির উদ্দেশে রওনা দেন তিনি। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প। এসব দেশে সফরের সময়সূচি, সম্ভাব্য দ্বিপক্ষীয় চুক্তি ও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সংশ্লিষ্ট দেশের নেতাদের বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

 

তবে রয়টার্স জানায়, এই সফরে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বেশ কিছু বাণিজ্য চুক্তি হতে পারে। এছাড়া সৌদি আরবের কাছে ১শ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রি করতে চান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটা ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর। 

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন