আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর চেষ্টায় ফরাসি প্রেসিডেন্ট-সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ১০:২১:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যুগান্তকারী সম্মেলনের ঘোষণা এসেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নিশ্চিত করেছেন, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে যৌথভাবে সভাপতিত্ব করবেন।

এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, দ্বি-রাষ্ট্র সমাধানই ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের মানুষের বৈধ আকাঙ্ক্ষা পূরণের একমাত্র পথ। এই লক্ষ্যেই বিশ্বজুড়ে সমর্থন আদায়ে এই সম্মেলনের আয়োজন। একইসাথে, সম্মেলনে ফিলিস্তিনি কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের ভিসা প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির তীব্র সমালোচনা করে তিনি এই সিদ্ধান্তকে 'অগ্রহণযোগ্য' বলে আখ্যা দেন।

 

শান্তি প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে তিনি স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির মুক্তি, গাজায় নির্বিঘ্ন মানবিক সহায়তা এবং একটি স্থিতিশীলতা মিশন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর পরিকল্পনায় রয়েছে হামাসকে নিরস্ত্র করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করার মাধ্যমে গাজার পুনর্গঠন।

 

তিনি তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "কোনো সামরিক অভিযান বা ভূমি দখলের চেষ্টা আমাদের এই সম্মিলিত উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারবে না।" এই সম্মেলনটি অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য এক ঐতিহাসিক মোড় সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।

 

তথ্যসূত্র: সৌদি গেজেট

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন