ভারতে হেলমেট না পরায় এক স্কুটার আরোহীকে প্রায় ২১ লাখ রুপি জরিমানা করা হলে তিনি হতবাক হয়ে যান। অথচ তার স্কুটারটির দাম ছিল মাত্র এক লাখ রুপি।
চালানের একটি ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় জরিমানার পরিমাণ ২০,৭৪,০০০ রুপি। পরে পুলিশ এই চালানের অঙ্ক সংশোধন করে ৪,০০০ রুপি করে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায়। আনমোল সিংঘল নামে ওই ব্যক্তিকে নিউ মান্ডি এলাকায় চেকিংয়ের সময় থামানো হয়। একজন কর্মকর্তা জানান, সে সময় তিনি হেলমেট পরা ছিলেন না এবং তার কাছে প্রয়োজনীয় কাগজপত্রও ছিল না।
পুলিশ তার স্কুটারটি জব্দ করে এবং তাকে ২০,৭৪,০০০ রুপির চালান দেয়। এই বিপুল অঙ্কের জরিমানায় হতবাক হয়ে তিনি চালানের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এতে বিব্রত হয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে এটি কমিয়ে ৪,০০০ রুপি করে।
মুজাফফরনগরের পুলিশ সুপার (ট্রাফিক) অতুল চৌবে বলেন, চালান ইস্যুকারী সাব-ইন্সপেক্টরের ভুলের কারণে এই ত্রুটি হয়েছে। "ওই ক্ষেত্রে মোটর ভেহিকেল অ্যাক্টের (এমভি অ্যাক্ট) ২০৭ ধারা প্রয়োগ করা হয়েছিল। কিন্তু সাব-ইন্সপেক্টর ২০৭-এর পরে 'এমভি অ্যাক্ট' শব্দটি উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন," তিনি বলেন।
এর ফলে, '২০৭' এবং এই ধারার অধীনে ন্যূনতম জরিমানার পরিমাণ '৪,০০০' রুপি মিলে একটি একক সংখ্যা ২০,৭৪,০০০ হয়ে যায়। এসপি চৌবে বলেন, ওই ব্যক্তিকে মাত্র ৪,০০০ রুপি জরিমানা দিতে হবে।
এমভি অ্যাক্টের ২০৭ ধারা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে পুলিশ কর্মকর্তাদের যানবাহন জব্দ করার ক্ষমতা দেয়।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন