স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর নামে পাবনার সুজানগর পৌর এলাকায় একটি সড়কের নামকরণ করা হয়েছে।
প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে সুজানগর পৌরসভা ও উপজেলা পরিষদ এই আয়োজন করে।
আজ শনিবার সকালে স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী সড়কের নামফলক উন্মোচন করেন। এছাড়া, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকায় আরেকটি সড়কের নামফলক উন্মোচন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়।