লিউকেমিয়ায় আক্রান্ত স্ত্রীর চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে হিমশিম খাওয়া ৩৫ বছর বয়সী জিয়া চাংলং-এর পাশে দাঁড়িয়েছেন এক রহস্যময় দাতা। জিয়াকে সাহায্য করার জন্য ওই ব্যক্তি তাকে বিক্রির জন্য ৫০ টন মিষ্টি আলু উপহার দিয়েছেন। জিয়া এখন সেই আলু রাস্তায় স্টল বসিয়ে বিক্রি করছেন এবং প্রাপ্ত অর্থ তার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যয় করছেন।
চীনের শানডং প্রদেশের বাসিন্দা জিয়া ও তার স্ত্রী লি মাধ্যমিক স্কুলের সহপাঠী ছিলেন। গত জুলাই মাসে লি-এর শরীরে 'অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া' ধরা পড়ে। ইতোমধ্যে তাদের জমানো সঞ্চয় এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করা ৩,৫০,০০০ ইউয়ান চিকিৎসার পেছনে ব্যয় হয়ে গেছে।
পরবর্তী ধাপ হিসেবে বোন-ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এবং আনুষঙ্গিক ওষুধের জন্য আরও প্রায় ২ মিলিয়ন ইউয়ান (২,৮৫,০০০ মার্কিন ডলার) প্রয়োজন। জিয়া জানান, ধার করার মতো আর কোনো জায়গা না থাকায় এবং নিজের কম্পিউটার পর্যন্ত বিক্রি করে দিয়েও তিনি অর্থের সংস্থান করতে পারছিলেন না।
জিয়ার এই দুরবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে ফ্যাং নামের এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। ফ্যাং নিজে মিষ্টি আলু চাষ করেন এবং কৃষকদের কাছ থেকে সংগ্রহ করেন। জিয়াকে সাহায্য করার জন্য তিনি কিস্তিতে ট্রাকে করে এই বিশাল পরিমাণ আলু পাঠানোর প্রতিশ্রুতি দেন। গত ২৪ ডিসেম্বর ১,০০০ কেজির প্রথম চালানটি পৌঁছানোর পর জিয়া 'কৃতজ্ঞতা চ্যারিটি সেল' ব্যানারের নিচে সেগুলো বিক্রি শুরু করেন।
প্রথম চালানের আলু বিক্রি করে ইতোমধ্যে জিয়া ৫,০০০ ইউয়ান আয় করেছেন এবং পরবর্তী চালানগুলো আসার অপেক্ষায় আছেন। এই হৃদয়স্পর্শী ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষও জিয়ার লড়াইয়ে শামিল হতে তার থেকে আলু কিনে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। জিয়া জানান, এই কঠিন সময়ে ওই দাতা তার জীবনে আশার আলো হয়ে এসেছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ডিবিসি/এনএসএফ